১৫ বছর পর ‘সত্যি বলছি’র জন্য পুরস্কারের ঘোষণা
‘সত্যি বলছি, তোমাকে আর ভালোবাসি না/ তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না’ গান দিয়েই সবার মন জয় করেন নেন জয় শাহরিয়ার। ২০০৯ সালে আজকের দিনে গানটি প্রকাশ হয় জি-সিরিজের ব্যানারে। এটি তার প্রথম অ্যালবামের টাইটেল সং। আর প্রথম অ্যালবাম দিয়েই রীতিমতো তারকা বনে যান এই সংগীতশিল্পী।
দীর্ঘ ১৫ বছর পর জয় শাহরিয়ার প্রকাশ করলেন তার প্রথম গান ‘সত্যি বলছি’র মিউজিক্যাল ট্র্যাক। আর সেই অফিসিয়াল ট্র্যাকে ভক্ত-শ্রোতাদের কণ্ঠ দেওয়ার আহ্বানও জানান তিনি। সেরা একজনের জন্য থাকছে পুরস্কারও।
জয় শাহরিয়ার বলেন, ‘বছর পনেরো আগে এই দিনে প্রকাশ পেয়েছিল আমার প্রথম স্টুডিও অ্যালবাম “সত্যি বলছি…”। এই গান, এই অ্যালবাম আমার জন্য বিশেষ কিছু আজীবনের জন্য। আমার গানের জন্য যে ভালোবাসা আমি পেয়েছি সবার কাছ থেকে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘আজ দেড় দশক পাড়ি দিলো, যখন আমার প্রথম অ্যালবাম তখন আমার শ্রোতাদের জন্য আমার ভালোবাসা আর কৃতজ্ঞতাস্বরূপ কিছু উপহার দিতে চাই। আজ উন্মুক্ত করছি “সত্যি বলছি” গানটির অফিশিয়াল কারাওকে (মিউজিক্যাল ট্র্যাক)। এতদিন নানা পাইরেটেড বা কপি কারাওকে পেয়েছেন নানা জায়গায়। আজ আমি আমার অ্যালবামের মূল যে ট্র্যাক সেটা প্রকাশ করলাম সবার জন্য।’
গানটিতে কণ্ঠ দেওয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, ‘যারা গাইতে ভালোবাসেন তাদের প্রতি আহবান জানাচ্ছি, ট্র্যাকের ওপর গানটি গেয়ে ফেসবুকে আপলোড করার। ৩টি হ্যাশট্যাগ (সত্যি বলছি, জয় শাহরিয়ার, Shotti Bolchhi) ব্যবহার করে “সত্যি বলছি”র কাভার ভার্সনটি আপলোড করুন। ৩১ মে পর্যন্ত, যারা নিয়ম মেনে, আপলোড করবেন তাদের মধ্য থেকে সেরা একজনের একটি মৌলিক গান আমি তৈরি করে উপহার দিব।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’