যত ভোট পাবেন, তত গাছ লাগাবেন দেব
আবারও ভারতে লোকসভা তথী সংসদীয় নির্বাচনের প্রার্থী হলেন টলিউড সুপারস্টার ও তৃণমূল কংগ্রেস থেকে টানা দুইবার নির্বাচিত সংসদ সদস্য (এমপি) দীপক অধিকারী ওরফে দেব। গতবারের মতো এবারও পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনীপুর জেলার ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি এ কেন্দ্রের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়পত্র জমা দেওয়ার সময় তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে যতগুলো ভোট পাবেন, ঘাটালে ততগুলো গাছ লাগাবেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়া আগে আজ সকালে ঘাটালে পৌঁছে প্রথমে রক্তদান করেন দেব। রক্তদান করে তিনি বলেন, ‘মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। এই গরমে ব্লাড ব্যাংকের পরিস্থিতি বেশ খারাপ, প্রচুর রক্তর প্রয়োজন। প্রতিদিন কারও না কারও রক্তের প্রয়োজন হচ্ছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্তদান করুন। রক্তদান মানেই জীবনদান।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে শুধু রক্তদান নয়। গরম থেকে বাঁচতে গাছ লাগানোর কথা বলেছেন টলিউড সুপারস্টার। দেব বলেন, ‘রেকর্ড গরম পড়েছে। গত কয়েক বছরে এত গরম পড়েনি এপ্রিল মাসে। তাই আমি উদ্যোগ নিয়েছি, এই ঘাটাল কেন্দ্রে আমি যত ভোট পাব ততগুলো গাছ লাগাব। যদি আমি ৯ লাখ ভোট পাই, তাহলে এই কেন্দ্রে ৯ লাখ গাছ লাগাব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
নির্বাচনে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দেব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস