গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি
০১ মে ২০২৪, ২১:২৯
শেয়ার :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূ গনধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার আবাইপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে এ ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

অভিযুক্তরা হলেন আবাইপুর গ্রামের টিটন শেখ(৩৩) ও গাংগুটিয়া গ্রামের শওকত শেখ (৩৫)।

এব্যা পারে ভুক্তভোগী গৃহবধু শৈলকুপা থানায় বাদী হয়ে টিটন ও শওকতসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা প্রায়ই বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব ও টাকার লোভ দেখাতেন। ঘটনার দিন রাতে খেয়ে স্বামীর সাথে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হলে  টিটন ও শওকত তাকে মুখ চেপে ধরে বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। এসময় তারা মোবাইলে ধর্ষণের ভিডিওধারণ করে। তারা ভুক্তভোগীকে বলেন, ‘এই মোবাইলে তোর ছবি তোলা আছে। এ কথা (ধর্ষণের কথা) ফাঁস করলে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেব।’

আসামি টিটনের স্ত্রী সাথী খাতুন বলেন, শিশুদের নিয়ে দুই পরিবারের দ্বন্দে তার স্বামীকে ফাঁসাতে মিথ্যা এ নাটক সাজিয়েছে তাদের প্রতিবেশী এ গৃহবধূ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে আবাইপুর গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।