আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০১ মে ২০২৪, ০৯:০৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কর্মসূচি:

বেলা ১১টায় কাফরুল থানা বিএনপির উদ্যোগে কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের বিপরীতে ইব্রাহিমপুর পুলপাড় এলাকায় শ্রমজীবী মানুষদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

সকাল সাড়ে ১১টায় পরীবাগে বায়ুমণ্ডলে কার্বন কমানো ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ADB, FBCCI এবং CISCO এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

চাকরিচ্যুতির প্রতিবাদে প্রেস কনফারেন্সে:

সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকল শ্রমিক দিবসের আগের দিন বিনা নোটিশে ১০৬ স্থায়ী কর্মকর্তা-কর্মচারিকে চাকরিচ্যুত করেছে। এই প্রেক্ষিতে ভুক্তভোগীদের নিয়ে সকাল সাড়ে ১১টায় ইডকলের প্রধান কার্যালয় (UTC বিল্ডিং, পান্থপথ) এর সামনে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশ:

বান্দরবানে সাধারণ নিরীহ বম আদিবাসীদের উপর হয়রানি এবং নিপীড়নের প্রতিবাদে আদিবাসী ছাত্র-যুব সংগঠন সমূহের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ।