অবৈধ সম্পদের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল কারাগারে

আদালত প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৩১
শেয়ার :
অবৈধ সম্পদের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এ মামলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় দুদক। মঙ্গলবার মামলার চার্জশিট আমলে গ্রহণ শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামি অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২১ সালে সম্পদের বিবরণী দাখিলের জন্য অহিদুলকে নোটিশ দেয় দুদক। পরে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। অনুসন্ধানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দাবি ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে বক্তব্য শুনতে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুদক অহিদুল ইসলামকে নোটিশ দেয়।

নোটিশে অহিদুলকে গত ১ মার্চ বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অহিদুল। এর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১১ সেপ্টেম্বর রুল দিয়ে নোটিশের কার্যক্রম স্থগিত করেন।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদক আবেদন করে। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপরই মামলা করে দুদক।