রুনা লায়লার ‘এই না বৃদ্ধাশ্রম’
কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এখনো গানে নিয়মিত। বিশেষ দিনগুলো চমক হিসেবে মাঝেমধ্যেই প্রকাশ হয় তার নতুন গান। তারই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে (১২ মে) প্রকাশ হচ্ছে নতুন গান। নাম ‘এই না বৃদ্ধাশ্রম’।
কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী খায়রুল ওয়াসী। আল আমিন জমাদ্দার সবুজের কথায় এর সুরও করেছেন ওয়াসী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রিপন খান। আর ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।
গানটি প্রসঙ্গে সুরকার ও কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী বলেন, ‘রুনা লায়লা ম্যাম আমার সুরে আমার সঙ্গে গান গেয়েছেন, এটা সত্যি আমার ভাগ্য। এত দ্রুত ম্যামের সঙ্গে গাইতে পারব ভাবতে পারিনি। রুনা ম্যাম গানের কথা ও সুর নিয়ে প্রশংসা করেছেন। আমার মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন, ভালো কাজ যেন অব্যাহত রাখি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আল আমিন জমাদ্দার সবুজ (বাঁ থেকে) রুনা লায়লা ও খায়রুল ওয়াসী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গানটি সম্পর্কে গীতিকার ও নির্মাতা আল আমিন জমাদ্দার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি তৈরি করা। যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক একটি বার্তাও পাবে।
জানা গেছে, বিশ্ব মা দিবসে ‘এই না বৃদ্ধাশ্রম’ গানটি প্রকাশ হবে এ জে এস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’