৬ মাসের সাজা এড়াতে পলাতক ৭ বছর, অবশেষে গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৬
শেয়ার :
৬ মাসের সাজা এড়াতে পলাতক ৭ বছর, অবশেষে গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬ মাসের সাজা পাওয়া আসামি মো. মামুন মিয়া (৩২) দীর্ঘ ৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গফরগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। 

সাজা পাওয়া আাসামি মামুন মিয়া গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক আদালতে মামলা হয়। মামলা দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। ময়মনসিংহ জেলা পারিবারিক আদালত মামুন মিয়াকে ৬ মাসের সাজা প্রদান করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ‘আসামি মামুন মিয়াকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’