‘মোনালিসা’র সঙ্গে ইমরান
পাঁচশ বছর আগে ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, মোনালিসার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০৮ মিলিয়ন ডলারেরও বেশি। মোনালিসাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পেইন্টিং হিসাবেও বিবেচনা করা হয়। আর তার রহস্যময় হাসি দেখতে ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামে প্রতিদিন হাজার হাজার দর্শক ভিড় জমায়।
এবার এই পেইন্টিং দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি স্টেশ শোতে অংশ নিতে ফ্রান্স গিয়েছেন এই গায়ক। দেশটির প্যারিস শহরে রক্ষিত চিত্রকর্ম দেখে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। একইসঙ্গে চিত্রকর্মের সঙ্গে কয়েকটি ছবিও তুলেছেন তিনি।
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই বিশ্ব বিখ্যাত “মোনালিসা” ছোটবেলা থেকে যার প্রিন্টেড ভার্সন দেখে বড় হয়েছি, এবার প্যারিস শহরের লুব মিউজিয়াম এসে অরিজিনাল পেইন্টিংটি দেখার সুযোগ হলো।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মোনালিসার বিশ্বব্যাপী আকর্ষণের আরেকটি অন্যতম জনপ্রিয় কারণ হল হাসি। লিওনার্দো দৃষ্টিকোণ এবং ছায়ার কাজের মাধ্যমে এমন একটি অনন্য হাসি তৈরি করেন, যা একধরনের অপটিকাল ইলিউশন তৈরি করে। দর্শক যখনই মোনালিসার চোখের দিকে তাকায়, মুখ হাসির মতো দেখায়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
কিন্তু যখন দর্শকের দৃষ্টি হাসির উপর স্থির হয়, এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। যেন এটি কখনই হাসি ছিল না। আবার হাসির বিভিন্ন ব্যাখ্যাও আছে, কেউ কেউ মনে করে- এটি একটি সুখী হাসি। আবার অনেকে বিশ্বাস করে- এটি একটি দুঃখের হাসি।