আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ৬
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সিনহুয়া নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মতিন কানি লিখেছেন, গুজারার ওই মসজিদটিতে বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।
কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, আইএসআইএসের আঞ্চলিক শাখা আফগানিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস