ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ৩ জনকে চাকরিচ্যুত করল ডিএসসিসি

অনলাইন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ২২:২৬
শেয়ার :
ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ৩ জনকে চাকরিচ্যুত করল ডিএসসিসি

রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহীর গাড়ির ধাক্কায় স্কুলছাত্র মাহিন আহমেদের নিহতের ঘটনায় অভিযুক্ত চালক ও দুই পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার বিকেলে সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত দুটি পৃথক দাপ্তরিক আদেশে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, মাহিন আহমেদ নিহতের ঘটনায় নিজ নামে বরাদ্দ করা গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে করপোরেশনের ভারী গাড়ির চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানি বাবুকে চাকরিচ্যুত করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তর মুগদায় মদিনা বাগ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান মাহিন। মাহিন মতিঝিল আইডিয়ালের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরের দিন ওই ছাত্রের বাসায় যান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি নিহতের স্বজনদের স্বান্তনা দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।