১ বছর পরই পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ২০:০৩
শেয়ার :
১ বছর পরই পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার

স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম ও সবচেয়ে কম বয়সী হিসেবে গত বছরই ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব নিয়েছিলেন হামজা ইউসুফ। তবে বছর ঘুরতেই পদত্যাগ করলেন তিনি। দুই দফা অনাস্থা ভোটের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউসুফ। 

টেলিভিশন ভাষণে পদত্যাগের বিবৃতিতে হামজা বলেছেন, ‘শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আমি আমার মূল্যবোধ ও নীতি বিক্রি করতে রাজি নই।’

আজ সোমবার হামজার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিবিসি, আল-জাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও ফার্স্ট মিনিস্টার হিসেবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত হামজা।

গত বছর স্কটিশ গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছিল হামজার দল স্কটিশ ন্যাশনাল পার্টি। তবে কিছুদিন আগেই ভাঙন দেখা দেয় জোটে। পরে ডাক দেওয়া হয় অনাস্থা ভোটের। ইউসুফের এই ভোটে হেরে যাওয়ার শঙ্কা ছিল। যদিও এই মাসের শুরুতে অনাস্থা ভোটে জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ইউসুফ। শেষমেশ সরেই দাঁড়ালেন তিনি। 

তরুণ মুসলিম নেতা ইউসুফ স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেন। গ্লাসগোর এক প্রাইভেট স্কুলে পড়তেন এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউসুফের বাবা পাকিস্তানে জন্ম নেন। ১৯৬০ এর দশকে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। অন্যদিকে ইউসুফের মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হন। তবে এর আগে তিনি কলসেন্টারে কাজ করতেন এবং পরবর্তীতে এমএসপি'র সহযোগী হন। ২০১১ সালে পার্লামেন্টের সদস্য হিসেবে তিনি উর্দু ও ইংরেজি ভাষায় শপথ নেন।

এর পরের বছর ২০১২ সালে ইউসুফ স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন ইউসুফ। পরবর্তীতে ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন তিনি।