কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
২৯ এপ্রিল ২০২৪, ১৯:৪২
শেয়ার :
কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে দিনমজুর মোহাম্মদ কালু (৫০) মারা গেছেন। আজ সোমবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাছির উদ্দিন বলেন, দিনমজুর মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তূপের কাজ করছিলেন। এ সময় তিনি গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান জানান, কালু নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরিবার সদস্যরা যে বর্ণনা দিয়েছেন, এতে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।