ক্লাস নিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন মাদ্রাসাশিক্ষিকা
তীব্র তাপদাহের কারণে চাঁদপুরের কচুয়ায় অসুস্থ হয়ে পড়েছেন সনিয়া আক্তার (২৮) নামের এক মাদ্রাসাশিক্ষিকা। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সনিয়া আক্তার উপজেলার ওই মাদ্রাসার সহকারী শিক্ষিকা।
এ বিষয়ে মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ দুপুরে মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান সনিয়া। তখন অন্য শিক্ষকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড তাপদাহের কারণে শিক্ষিকার ডিহাইড্রেশন হয়েছে। তিনি এখনও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’