গরমে মাদ্রাসায় জ্ঞান হারালেন কর্মচারী

ফুলবাড়িয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৩
শেয়ার :
গরমে মাদ্রাসায় জ্ঞান হারালেন কর্মচারী

মাদ্রাসায় অজ্ঞান হয়ে পড়া কর্মচারী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে গরমে এক কর্মচারী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুরে দেড়টায় মাদ্রাসায় আছিম পাটুলী ইউনিয়নের আছিম পাটুলী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া ঐ কর্মচারীর নাম কাউসার মিয়া (৩২)। তিনি এই মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছেন।

ঘটনার সততা নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন বলেন, ‘দায়িত্ব পালনের সময় আজ দুপুরে কাউসার অজ্ঞান হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে পানি ও প্রাথমিক চিকিৎসা দেই।’