অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে: ইমন
বিভিন্ন উৎসব ঘিরে দেশের টিভি চ্যানেলগুলোতে থাকে নানা আয়োজন। গেল ঈদে তেমনটি একটি বিশেষ আয়োজন ছিল তারকাদের নিয়ে। সেখানে হাজির হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। আড্ডার এক পর্যায়ে অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন ইমন।
তার মতে, ঢালিউডের সব খবর থাকে এই নায়িকার কাছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অনুষ্ঠানে উপস্থাপক তার কাছে জানতে চান, ঢালিউডের গসিপ কুইন কে, এমন প্রশ্নে অবলীলায় ইমন উত্তর দেন, ‘অপু বিশ্বাস’। এরপর তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে- অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এজন্য অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সেসঙ্গে ইমন আরও বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’