নুসরাতকে চুমু খেলো শিম্পাঞ্জি

বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ০৯:১৬
শেয়ার :
নুসরাতকে চুমু খেলো শিম্পাঞ্জি

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত ও নানান কর্মকাণ্ডে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায় নুসরাতের গালে চুমু দিচ্ছে শিম্পাঞ্জি। এরপরই কটাক্ষের মুখে পড়েন এই তারকা।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। সেখানেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘চমৎকার রবিবার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে।’

ওই ভিডিওতে দেখা যায়, কোলে বসে একটি শিম্পাঞ্জি অভিনেত্রীর গালে কয়েকবার চুম্বন করছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ঈদের পর যশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত। ধারণ করা হয় ভিডিওটি সেখানকারই।

এদিকে ভিডিওটি পোস্ট করার পর থেকে নানা কটাক্ষ করছেন নেটিজেনরা। 

একজন লিখেছেন, দুজনের ঠোঁট তো একইরকম। 

আরেক নেটিজেন লেখেন, সেম সেম লাগে দুইটারে।

আরেকজন লিখেছেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! আমি কেন্দে দিয়েছি! এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অভিনেত্রীর কমেন্টসবক্সে।