প্রার্থীর পক্ষে শরবত খাওয়ানোয় ভ্যানচালককে কারাদণ্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২০:১৯
শেয়ার :
প্রার্থীর পক্ষে শরবত খাওয়ানোয় ভ্যানচালককে কারাদণ্ড

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোটারদের শরবত খাওয়ানোয় ভ্যানচালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ভ্যানচালকের নাম এনামুল। তার বাড়ি আমতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডে।

আজ রবিবার সকালে আমতলী সদর ইউপি নির্বাচনের উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে ভোটারদেরকে শরবত খাওয়াচ্ছিলেন এনামুল। একজন চেয়ারম্যান প্রার্থীর ব্যানার টাঙিয়ে ভোটারদের মধ্যে শরবত বিতরণ করা হচ্ছিল। বিষয়টি নির্বাচনী দায়িত্বে থাকা কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি ওই ভ্যানচালক এনামুলকে আটকের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ভ্যানচালক এনামুলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।