‘একমাত্র যুক্তরাষ্ট্রই রাফা আক্রমণ থেকে ইসরায়েলকে ফেরাতে পারে’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত প্রায় ৭ মাস ধরেই বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইয়ে গেলেও হামলা থামাচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে ইসরায়েলকে এমন হামলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি মনে করেন, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে এমন হামলা থেকে বিরত রাখতে পারে।
আজ রবিবার এসব কথা বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। খবর তুর্কিভিত্তিক গণমাধ্যম আল সাবাহর। আগামী কয়েকদিনের মধ্যেই এই হামলার আশঙ্কা করছেন আব্বাস।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সভায় আব্বাস বলেন, ‘ইসরায়েল যেন রাফায় আক্রমণ না করে সে ব্যাপারে পদক্ষেপ নিতে আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। আমেরিকাই একমাত্র দেশ যারা ইসরায়েলকে এমন অপরাধ থেকে ফেরাতে পারে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কয়েক সপ্তাহ ধরেই গাজায় সর্বাত্মক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। গত সপ্তাহে রাফায় বিমান হামলা চালায় তারা। যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি মিশরীয় সীমান্ত ঘেঁষা এই শহরে আক্রমণ করা থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে আহ্বান করেছে।
আব্বাস বলেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল রাফায় আক্রমণ করবে কারণ গাজার অন্যান্য অঞ্চল থেকে সমস্ত ফিলিস্তিনি সেখানে জড়ো হয়েছে। রাফায় ছোট একটি হামলাই ফিলিস্তিনি জনগণকে গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে। তখন ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় দেখবে ফিলিস্তিনি জনগণ।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে সাড়ে ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৭৭ হাজার। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।