যুক্তরাষ্ট্রে গিয়ে বিপাকে চিত্রনায়িকা

বিনোদন প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪, ১৭:২১
শেয়ার :
যুক্তরাষ্ট্রে গিয়ে বিপাকে চিত্রনায়িকা

স্টেজ শোতে অংশ নিতে গেল ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাবগত চিত্রনায়িকা প্রিয়মনি। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত এই চিত্রনায়িকা। এরই মধ্যে নিউইয়র্কে আয়োজিত হাজার কন্ঠে বর্ষবরণসহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকে পড়েছেন প্রিয়মনি। নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নামার পর চিত্রনায়িকা তার লাগেজটি খুঁজে পাচ্ছেন না। বিষয়টি বিমানের কর্তৃপক্ষকে জানানোর পর কোনো সুরাহা হয়নি।

যুক্তরাষ্ট্র থেকে প্রিয়মনি বলেন, ‘আমেরিকান এয়ারলাইনস বিমানে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় আসার সময় লাগেজ হারিয়ে গেছে প্রায় ৭২ ঘন্টা হলো। এখনো বিমান কর্তৃপক্ষ লাগেজের কোনো সন্ধান দিতে পারেনি। বিশ্বের প্রভাবশালী দেশটির কাছ থেকে মোটেও এমনটা আশা করিনি। আমার সব জিনিসপত্র ওই বড় লাগেজটাতে। লাগেজ ছাড়া খুব অসহায় অবস্থায় আছি। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে পা রাখেন প্রিয়মনি। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নাম লিখান সিনেমায়। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এতে তার সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। তবে নায়িকার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কসাই’। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।