নোয়াখালীতে শ্রেণিকক্ষে হঠাৎ অজ্ঞান মাদ্রাসাছাত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর নাম আফিফা রিজওয়ানা। সে ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে।
জানা যায়, আজ সকাল ১০টা ২০ মিনিট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সবাই শ্রেণিকক্ষে শিক্ষকের জন্য অপেক্ষা করছিল। ১০টার দিকে আফিফা হঠাৎ গরমে জ্ঞান হারিয়ে ফেলে। তার মাথায় পানি ঢালার পর জ্ঞান ফেরে। এরপর তার শিক্ষক বাবা তাকে বাড়ি নিয়ে যান।
মাদ্রাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আফিফা অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা তার মাথায় পানি ঢালার পর সে সুস্থ বোধ করলে তাকে বাড়িতে পাঠিয়ে দিই। আফিফা ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। আমরা তাদেরও ছুটি দিয়ে দিয়েছি।’