নির্বাচনী প্রচারণা শেষে হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ২০:৫৯
শেয়ার :
নির্বাচনী প্রচারণা শেষে হিট স্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে হিট স্ট্রোকে রিয়াজুল ইসলাম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত রিয়াজুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তীব্র গরমে রিয়াজুল ইসলাম কলসকাঠী বাজারে অসুস্থ হয়ে পড়েন। পরে রিয়াজুলকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতাব আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রিয়াজুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান জানান, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণসংযোগে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ‘হিট স্ট্রোকে’ মারা যান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা (টি এইচ) ডাক্তার মোনায়েম হোসেন স্যাদ আমাদের সময়কে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে রোগীর পরীক্ষা করে ধারণা করছি, অতিরিক্ত তাপদাহে রুগী হিট স্ট্রোক করেছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নির্বাচনী পচারণা করতে গিয়ে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।