পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- উপজেলার খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) ও তার খালাতো বোন কেয়া খাতুন (৫)। কেয়া নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, তারা দুজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পারিবারের কাছে হস্তান্তর করা হয়।