পাকিস্তানের ২৪ হলে বাংলাদেশের সিনেমা ‘জ্বীন-২’

বিনোদন প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৮
শেয়ার :
পাকিস্তানের ২৪ হলে বাংলাদেশের সিনেমা ‘জ্বীন-২’

দেশের গণ্ডি পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। বিষয়টি ঈদের আগেই জানিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। চলতি সপ্তাহে দেশটির ২৪টি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮৩টি শো চলবে সিনেমাটির।

এর আগে, গেল ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। ভয় জাগানিয়া এ সিনেমার জন্য হলের বাইরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে পাকিস্তানে সে ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন আবদুল আজিজ।

কেন পাকিস্তানের বাজারকে টার্গেট করা হলো? জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘আমরা এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ছবি মুক্তি দিয়েছি। বিপুল সাড়া পেয়েছি। বলা যায়, মুসলিম দেশে আমার ছবি ভালো চলে। পাকিস্তান মুসলিম দেশ, সে হিসেবে আমরা এবার সেখানে যাওয়ার চেষ্টা করছি।’

‘মোনা: জ্বীন-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাসার, সুপ্রভাত প্রমুখ। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

সিনেমায় উঠে এসেছে জামালপুরের একটি গ্রামের গল্প। সেখানে এক ব্যক্তির বাড়িতে ‘অদৃশ্য’ কিছুর উৎপাত। ফলে বাড়ির মালিক সেই বাড়ি ছেড়ে দেন। পরবর্তী সময়ে বাড়িটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন। একসময় ছাত্র ও শিক্ষকেরাও সেই বাড়িটি ছেড়ে দেন পরিস্থিতির শিকার হয়ে।

জানা গেছে, পাকিস্তানের পর ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া আগামী ঈদুল আজহায় ‘এম আর নাইন’ সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে জাজের।