হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
হেলিকপ্টারে চড়তে গিয়ে পড়ে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চড়ে আসানসোলে নির্বাচনী জনসভা করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে সামান্য আহত হয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চলমান লোকসভা ভোটের প্রচারে গত ৩১ মার্চ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইতোমধ্যে রাজ্যের উত্তরবঙ্গ ঘুরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচনী সভা সেরেছেন তিনি। আজ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আজ দুপুর ১টা ২০মিনিটের দিকে দুর্গাপুরের একটি হোটেল থেকে রওনা হন মমতা। গান্ধী মোড় মেলা ময়দান থেকে হেলিকপ্টারে উঠেছিলেন তিনি। হেলিকপ্টারের ভেতরে সিটে বসতে গিয়ে আচমকা হোঁচট খেয়ে পড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলে দেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এই দুর্ঘটনার জেরে হেলিকপ্টার রওনা হতে সামান্য দেরি হলেও আসানসোলের কুলটির সভায় পৌঁছে যান মমতা। এর পর তিনি সভা করবেন আসানসোলের ঊষাগ্রাম বয়েজ স্কুল মাঠে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস