সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৩
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী আহত

তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির হাসপাতালে ভর্তি হয়েছেন। এ গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলি মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেন গভিরের গাড়িটি চলাচলের সময় উল্টে যায়। পুলিশ কমিশনার কবি সাবটাই সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বেন গভির কিছুক্ষণ আগে যে স্থান ত্যাগ করেন। সেই স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে।

কেন্দ্রীয় জেলা পুলিশের প্রধান আভি বিটন বলেন, ‘২১ বছর বয়সী এক তরুণ ১৯ বছর বয়সী এক কিশোরীকে ছুরিকাঘাত করে।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক বেসামরিক লোক তাকে গুলি করে।’ এর বেশিকিছু তিনি বলেননি। 

বেন গভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।