নারী ফুটবল লিগ শুরু হচ্ছে শনিবার

ক্রীড়া প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৪, ২১:৫০
শেয়ার :
নারী ফুটবল লিগ শুরু হচ্ছে শনিবার

নয় দলের অংশগ্রহণে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে নারী প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ লিগের খেলাগুলো হবে।

লিগে যে দলগুলো অংশ নিচ্ছে সেগুলো হলো নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ ও জামালপুর সদ্যপুষ্করনী স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের শুরুতেই দুই ভাই গোলাম রব্বানী ও গোলাম রায়হানের লড়াই। সাবেক জাতীয় দলের কোচ গোলাম রব্বানী রয়েছেন আর্মি দলের দায়িত্বে। অন্যদিকে, আতাউর রহমান ভূঁইয়া কলেজ দলের কোচের দায়িত্বে গোলাম রায়হান। এই ম্যাচটি শুরু হবে বেলা পৌঁনে ৪টায়।

তার আগে সকাল সাড়ে ৯টায় খেলবে ফরাশগঞ্জ ও উত্তরা ফুটবল ক্লাব।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দলকে অংশগ্রহণ বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দল ৫ লাখ টা ও রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা পুরস্কার।