‘উপজেলা নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে’

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৪, ১৯:২৫
শেয়ার :
‘উপজেলা নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে’

জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও দেশের জনগণ এবার বর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহঅর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আজ শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে তীব্র দাবদাহে সাধারণ মানুষের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান সুমন বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না, যা জনগণের কাছে প্রমাণিত। উপজেলা নির্বাচন ইতোমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো বর্জন করেছে। নৌকাকে মানুষ প্রত্যাখান করেছে বলে ক্ষমতাসীনরা এই নির্বাচনে প্রতীক দেওয়ার সাহস পাননি। উপজেলা পরিষদেও ডামি নির্বাচন হচ্ছে। জনগণ এই একদলীয় নির্বাচনকেও বয়কট করবে।’   

তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে দেখছেন ভারতের চোখে। বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ দেশনায়ক তারেক রহমানের ডাকে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করে দেখিয়ে দিয়েছে এই নৌকা বাংলাদেশের নৌকা নয়, এই নৌকা অন্যের নৌকা, বিদেশি নৌকা।’

এ সময় আরো উপস্থিত ছিলেন-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কাসেম ফকির, সফিউল আলম সবুজ, হানজালা চেয়ারম্যান, জুবায়ের রহমান জিকু, সামিম মোল্লা, ডা. মজিবুর রহমান, মাওলানা নাশির, হিরন মিয়া, ডা. মো. রমজান, ডা. কবির মেম্বার, সাহিদুল ইসলাম, আমানুল্লাহ আমান, আশাব উদ্দিন মিয়া, মোমেন মিয়া, শামীম মিয়া, মনজুর হোসেন, হাসান মিয়া, শাহালম মিয়া, শ্যামল মিয়া, সোহেল কাজী, আনিসুর রহমান, আবুল হোসেন, আলামিন মোল্লা, সাদিকুর রহমান, শরীফ ভূঁইয়া, সাদেক, সুমন মিয়া, মান্নান মিয়া, হেলাল, জামান মিয়া, রতন মিয়া, লিটন, রোকনুদ্দিন, রাব্বি, সায়েম মোল্লা, রিফাত মোল্লা প্রমুখ।