আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
আওয়ামী লীগের কর্মসূচি:
বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে প্রেসব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির কর্মসূচি:
তীব্র দাদাহে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে বিএনপি। বেলা ১১ টায় শান্তিনগর মোড়ের সামনে পল্টন থানা বিএনপি এই কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু।
জাতীয় পার্টির সংবাদ সম্মেলন:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরস্থ হোটেল ফারসে জাতীয় পার্টির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য দেবেন পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব কাজী মামুনূর রশিদ।
দীপু মনির কর্মসূচি:
প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই উৎসবের উদ্বোধন হবে।
বিশেষ নামাজ:
সমগ্র বাংলাদেশে প্রচণ্ড দাবদাহ চলমান, এর থেকে মুক্তির লক্ষ্যে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার নামাজ) আয়োজন করা হয়েছে। বাদ জুমা কামরাঙ্গীরচর ৩১ শয্যা সরকারী হাসপাতাল মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে।