প্রতি উপজেলায় মোতায়েন থাকবে ২-৪ প্লাটুন বিজিবি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া ইউনিয়ন প্রতি একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।’
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠপর্যায়ে কি ধরনের প্রস্তুতি নেবে প্রশাসন, তাদের কি ধরনের সহযোগিতা করতে হবে এসব নিয়ে আলোচনা হয়েছে। নিজ নিজ জেলার সুবিধা-অসুবিধা তুলে ধরেছেন কর্মকর্তারা। অনেক জেলা থেকে অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে। সংসদ নির্বাচনে যেভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেছে সেভাবেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও ইসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ইসির বাইরে সব বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), সব জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?