পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৮:৩৫
শেয়ার :
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪টি পাসহ ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরলাঠিমারা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার শাকিব মেহবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জব্দ করা হরিণের মাংস পরবর্তীতে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাংসগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো আসামি না পাওয়ায় মামলা করা হয়নি। পরবর্তীতে জড়িত কাউকে পাওয়া গেলে মামলা করার সুযোগ রয়েছে।