একমঞ্চে ফিরছেন তাহসান-জন-টনি
১৯৯০ সালে কয়েকজন বাল্যবন্ধু মিলে গড়ে তুলেন ব্ল্যাক ব্যান্ড। দলটির প্রায় সবাই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলতে সক্ষম হন। নামগুলো- বাল্যবন্ধু জন কবির, মেহমুদ আফ্রিদি টনি, খামেদুল জাহান। এর সঙ্গে যুক্ত হন তাহসান রহমান খান। তবে শূন্য দশকে এসে ভেঙে যায় তুমুল আলোচিত এই দলটি।
এবার তারা ফিরছেন, তাও আবার এক মঞ্চে। হচ্ছে ব্ল্যাকের রিইউনিয়ন। আর সেটা হবে আগামী ১০ মে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান, জন ও জাহান।
তাহসান বলেন, ‘মনে হয় আমরা ফিরছি। প্ল্যান তো সেদিকেই যাচ্ছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জনের কথায়, ‘আমরা ফিরছি, এটাই আপাতত খবর। গাইব একসঙ্গে। বলা যায়, পুরোনো দিনের সবাই থাকবেন এতে। তাহসান, টনি, জাহানসহ নতুনরা।’
জানা গেছে, ১০ মে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) হবে এ অনুষ্ঠান। এটির আয়োজক রক এন রিদম ৪.০।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ব্ল্যাক ব্যান্ডে ভাঙন হলেও এটি এখন তরুণদের মাঝে তুমুল জনপ্রিয়। জন কবির, মেহমুদ আফ্রিদি টনি, খামেদুল জাহানের হাত ধরে যাত্রা শুরু হলেও পরে তাদের সঙ্গী হন জন, তাহসান, সাগর, ইমন।
তখন ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলেন জন কবির, কি-বোর্ড বাজাতেন তাহসান, সঙ্গে গানও লিখতেন। প্রথমদিকে তার বেশ কয়েকটি গান দর্শকরা গ্রহণ করলেও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হওয়ার কারণে বেশ কিছু গান প্রকাশ করতে পারেননি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
মাঝে জি-সিরিজ থেকে একক অ্যালবামের প্রস্তাব পেয়ে চাকরির সঙ্গে ‘ব্ল্যাক’ও ছেড়ে দিয়ে ‘কথোপকথন’ প্রকাশ করেন তাহসান। অ্যালবামটি প্রকাশের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে জন কবিরও ‘ব্ল্যাক’ ছেড়ে ২০১২ সালে আরেক ব্যান্ড ‘ইন্দালো’ গঠন করেন।