ঢামেকে কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৪, ১৭:২৫
শেয়ার :
ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসাদুজ্জামান সুহেল (৩৮) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আজ দুপুরে আসাদুজ্জামান সুহেলকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী মো. সুজনসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

কারা সূত্রে জানা যায় আসাদুজ্জামান রাজধানীর খিলক্ষেত থানায় প্রতারণা মামলায় বন্দী ছিলেন।