আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

ইউনেসক্যাপের ৮০তম সেশনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে সকাল ১০টায় ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বিমানে দুপুর দেড়টায় থাইল্যান্ডের ডং মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজিএমইএর কর্মসূচি:

রানাপ্লাজা ট্রাজেডির ১১ বছর উপলক্ষে নিহতদের কবর জিয়ারত করবে বিজিএমইএ। সংগঠনটির সভাপতি এসএম মান্নানের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জুরাইন কবরস্থানে যাবে বিজিএমইর পরিচালনা পর্ষদ।

শ্রমিক দলের কর্মসূচি:

শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও সাবেক কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

নাছিমের কর্মসূচি:

বেলা ১১টা থেকে শাহজাহানপুরে ঝিলপাড় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। এতে উপস্থিত থাকবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

তাপসের কর্মসূচি:

ড. কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) সংস্কার কাজ পরিদর্শন শেষে সিটি করপোরেশন সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেলা ১১টায় সেখানে যাবেন মেয়র।