রাজধানীর যে সড়ক-পার্কে শোভা পাবে কাতারের আমিরের নাম
রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির নামে। মিরপুর কালশী সড়কটি এখন থেকে তার নামে পরিচিতি পাবে। তার ঢাকা সফর স্মরণীয় করে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কাতারের আমিরের ঢাকা সফরকালে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচটি চুক্তি স্বাক্ষর ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় রাজধানীর সড়ক ও পার্কের নামকরণের বিষয়টি কাতারের আমিরকে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে পার্কটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে কাতারের আমিরের নামে। এখন থেকে সড়ক ও পার্কটি শেখ তামিম বিন হামাদ আল-থানি অ্যাভিনিউ এবং শেখ তামিম বিন হামাদ আল-থানি পার্ক নামে পরিচিত হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল সোমবার বিকেলে দুই দিনের সফরে ঢাকায় আসেন কাতারের আমির। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর আমিরকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।
সফর শেষে আজ ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?