কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৫:০০
শেয়ার :
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট

কানাডার উইন্ডসর সিটিতে এই প্রথম গান শোনালেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, অভিনেতা এবং সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত রবিবার এ আই এ প্রডাকশনের আয়োজনে উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে এই গানের আসর অনুষ্ঠিত হয়।

কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে গান শুনতে আসেন অজ্ঞন দত্তের ভক্তরা। 

অনুষ্ঠানের শুরুতে সৈকত, শাকিল ও তার বন্ধুরা সংগীত পরিবেশন করে, এরপরে আগতো দর্শকদের মুহু মুহু করতালির মাধ্যমে ষ্টেজে আসেন অজ্ঞন দত্ত এবং একে একে তার জনপ্রিয় গান গুলো শুনাতে থাকেন সাথে ছিলেন অমিত দত্ত ও ছেলে নীল দত্ত।

লিসা জামান ও সৌম্যশ্রী পালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুনতাসির নাসির, আহনাফ বিন শামস, অনিনা রৌদেন, অ্যাঞ্জেলা খন্দকার, বিষ্ণু রায়, ইব্রাহিম খলিল রনি, লিজা রায়, নাগিব মাহফুজ, নজরুল নয়ন, রিফাত রহিম, শাকিল খন্দকার, তাহমিদ আহমেদ সোহেল, রামআনুজ গোস্বামী সহ অনেকে। 

অনুষ্ঠানটির স্পন্সর করেছেন রিয়েলেটর রনি হায়দার, মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, ল‘ ইয়ার ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন, ইউ এস বাংলা টিভি ও দৈনিক জনকন্ঠ।