রাজধানীতে হিট স্টোকে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ওয়ারী থানার গুলিস্তান টোল প্লাজায় আলমগীর সিকদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত আলমগীর ঢাকার দক্ষিণ কাজলা নয়া নগর যাত্রাবাড়ীর স্থায়ী বাসিন্দা। পেশায় তিনি প্রিন্টিং প্রেস এর বাইন্ডিং এর কাজ করতো। তার বাবার নাম জমির সিকদার। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা যায় হিট স্টোকে তার মৃত্যু হতে পারে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্থানীয়েদের বরাদ দিয়ে তিনি বলেন, লোকটি বাসা থেকে কাজে বের হয়। গুলিস্তান টোল প্লাজায় গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ অসুস্থ পড়ে রাস্তায় পড়ে যান। আশেপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মৃতের ছোট ভাই রবিউল আলম বলেন, তার ভাই প্রিন্টিং প্রেস এর বাইন্ডিং এর কাজ করত সকালে বাসা থেকে কাজে বের হয়েছিল। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।