অতিরিক্ত সচিব হলেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী

অনলাইন ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ২৩:৩৬
শেয়ার :
অতিরিক্ত সচিব হলেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী

প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি পান তিনি।

এর আগে বিদ্যুৎ বিভাগের প্রধান বৈদ্যুতিক পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী। তিনি পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের সিনিয়র বিদ্যুৎ পরিদর্শক ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সদস্য সচিব প্রকৌশলী মো. আতোয়ার রহমান মোল্লা, সিনিয়র বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী মো. গোলাম সারওয়ার, বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী প্রবীর চন্দ্র দেবনাথ, বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী এস এম আশেকুল মোরছালিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল অভিনন্দন এবং শুভকামনা জানান।

আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী ১৫ তম বিসিএস (গণপূর্ত) ক্যাডার ছিলেন। কুষ্টিয়া জেলার কৃতী সন্তান আক্কাস আলী কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও জাপান থেকে এমপিপি ডিগ্রি লাভ করেন।

১৯৯৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগদান করেন আক্কাস আলী। পরে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি উপসচিব পদে পদোন্নতি পান। এরপর ২০১৯ সালের ১৬ জুন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান।