সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার জেলার রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় পরিচালিত অভিযানের সময় গোলাগুলিতে ওই কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কেএনএফ সদস্যের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে কেএনএফ সদস্যরা। এ ঘটনায় রুমা ও থানচিতে ৮টি মামলা দায়ের করা হয়। এরপর কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করতে অভিযানে নামে যৌথবাহিনী। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে তারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?