বিএনপির পর সমাবেশ স্থগিত করল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪, ২০:০২
শেয়ার :
বিএনপির পর সমাবেশ স্থগিত করল আওয়ামী লীগ

রাজধানীতে আগামী ২৬ এপ্রিলের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ সোমবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলমান তীব্র তাপদাহের কারণ দেখিয়ে আগামী ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিতের কথা জানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কথা ছিল।

সভা স্থগিতের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ পুলিশ অনুমতি দেয়নি। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জানায়, সারাদেশে চলমান তাপদাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছে। তাই আজ যৌথ বৈঠকে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।