যে কারণে সমাবেশ স্থগিত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪, ১৮:৩৭
শেয়ার :
যে কারণে সমাবেশ স্থগিত করল বিএনপি

প্রচণ্ড তাপমাত্রার কারণে সমাবেশ স্থগিত করল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আগামী শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি করার কথা ছিল তাদের।

আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জানায়, সারাদেশে চলমান তাপদাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছে। তাই আগামী ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে।  

এর আগে গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করার কথা জানানো হয়েছিল।

ওই দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সমাবেশটি সঞ্চালনা করবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু।