কেএনএফ’র তিন নারী সহযোগী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৭:২৯
শেয়ার :
কেএনএফ’র তিন নারী সহযোগী গ্রেপ্তার

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কেএনএফ’র তিন নারী সহযোগী। ছবি: আমাদের সময়

বান্দরবানের রুমা ও থানচিতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র আরও তিন নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) লাল এং কল বম (২৬)। তারা সবাই রুমার ইডেন পাড়ার বাসিন্দা।

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে কেএনএফ সন্ত্রাসীরা। এ ঘটনায় রুমা ও থানচিতে ৮টি মামলা দায়ের করা হয়।