রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
কুড়িগ্রামের রাজারহাটে সুধাংশু রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ প্রাণপতি পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের খোকা রামের ছেলে সুধাংশু রায়ের সঙ্গে ২০ বছর আগে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতি এলাকার বাতাসী রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বাতাসীর ওপর তার স্বামী নির্যাতন করত। ঘটনার আগের রাতে বাতাসীকে তার স্বামী নির্যাতন করে। আজ দুপুরে প্রতিবেশীরা ঘরের মধ্যে বাতাসীর মরদেহ দেখতে পান। পরে রাজারহাট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যায় জড়িত সন্দেহে সুধাংশু রায়কে (৪০) আটক করা হয়েছে।