নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১৮:৪৪
শেয়ার :
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের ‘অবন্তী কালার টেক্স লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের কয়েকশ’ শ্রমিক। দুপুর ১২টার দিকে গত মার্চের বেতন না দিয়ে কারখানাটি দুইদিনের ছুটি ঘোষণা করে নোটিশ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এ সময় যানবাহন ভাঙচুরসহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে ও লাঠিচার্জ করলে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন শ্রমিকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, ‘ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কতজন শ্রমিক আহত হয়েছেন এ বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।’ 

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর ফতুল্লা ক্যাম্প ইনস্পেক্টর বলেন, ‘শ্রমিকরা যানবাহন ভাঙচুর করছি। তাদের নিবৃত্ত করতে আমরা রাবার বুলেট ছুড়েছি। তবে কত রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে তা এখন বলা সম্ভব নয়।’

শ্রমিকদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘শ্রমিকরা কারখানাটির মালিককে এখানে চাচ্ছেন। আমরাও চেষ্টা করছি, তাকে এখানে নিয়ে আসতে।’

ক্রোনী গ্রুপের জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ বলেন, ‘আমরা ২০ তারিখ কারখানা খুলেছি, ২২ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকরা এসে আজই বেতন চায়। পরে তারা সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর চালায়। ঈদের আগেই তাদের সাথে ২২ তারিখ বেতন দেওয়া হবে বলে কথা হয়েছিল।’

উল্লেখ্য, ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেডে শ্রমিকে রয়েছে প্রায় পাঁচ হাজার। এ কারখানাতে গত কয়েক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসছিল। প্রতিষ্ঠানটির মালিক নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক পরিচালক আসলাম সানী।