রাজধানীতে সিএনজি ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৪, ১৬:০৩
শেয়ার :
রাজধানীতে সিএনজি ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর গুলশান নতুন বাজার এলাকায় সিএনজির ধাক্কায় মো. আব্দুল রাজ্জাক(৪৬) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল দশটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল রাজ্জাকের ছেলে আলামিন বলেন, আমার বাবা উত্তর সিটি করপোরেশনে ২০ বছর ধরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আজ সকালে ময়লার ভ্যান নিয়ে বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজি আমার বাবাকে ধাক্কা দেয় এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।’

খবর পেয়ে পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক তাৎক্ষণিক সিএনজি নিয়ে পালিয়ে যায়।’

রাজ্জাক পিরোজপুর নাজিরপুর উপজেলার দক্ষিণবানিয়ারি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ভাটারা নয়া নগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।