ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

ঢামেক প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৪, ১২:২১
শেয়ার :
ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: মো: আলাউদ্দিন।

তিনি বলেন, ‘আনু মুহাম্মদ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি দুই পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা সর্বচ্চ গুরুত্ব দিয়ে উনার চিকিৎসা শুরু করেছি।’

আঙুলগুলো রাখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহুর্তে বলা যাচ্ছে না। আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি।’

আনু মুহাম্মদের বন্ধু নজরুল ইসলাম জানিয়েছেন, আনু মুহাম্মদ গত পরশুদিন গিয়েছিলেন দিনাজপুরের ফুলবাড়ি। সেখানে গতকাল শনিবার একটি স্মরণ সভায় অংশ গ্রহণের পর, আজ রবিবার একতা এক্সপ্রেস ট্রেনে ফেরেন। কিন্তু খিলগাঁও রেলগেইট এলাকায় ট্রেনটি যখন ধীর গতিতে চলছিল সে সময়ে তিনি নামার চেষ্টা করতেই পা ফসকে নিচে পড়ে আহত হন। এতে তার দুই পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, আনু মুহাম্মদ বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।