এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে তুরস্কে হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১১:৫৩
শেয়ার :
এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে তুরস্কে হানিয়া

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে তার।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেছেন।

হামাসের এক বিবৃতির বরাত দিয়ে ওই খবরে বলা হয়, এরদোয়ান ও হানিয়া চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করবেন। গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে।

প্রসঙ্গত, ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে।

ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় মানবিক সহায়তা প্রদান এবং এই অঞ্চলে একটি ন্যায্য ও স্থায়ী শান্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

গাজা উপত্যকায় ইসরায়েল তার সামরিক অভিযান শুরু করার পর এটি ছিল এরদোয়ান এবং হানিয়ার নেতৃত্বে হামাস প্রতিনিধি দলের মধ্যে প্রথম বৈঠক।