দুর্গন্ধের উৎস খুঁজতে তালাবদ্ধ ঘরে মিলল নারীর মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১১:৪০
শেয়ার :
দুর্গন্ধের উৎস খুঁজতে তালাবদ্ধ ঘরে মিলল নারীর মরদেহ

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

তালাবন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশে উড়ছিল মাছি। বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে আজ সকাল ১০টার দিকে তালাবন্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গাজীপুরের শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজিদা নেত্রকোনার কলমাকান্দা থানার হাইলটি গ্রামে মৃত রুমালীর মেয়ে। ওই বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থেকে হোটেলে রান্নার কাজ করতেন। তাৎক্ষণিকভাবে তার স্বামীর পরিচয় জানা যায়নি। তিনি পলাতক আছেন। 

মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ (এস আই) মিন্টু মোল্লা জানান, আজিদার স্বামী হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ ঘরে তালাবন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।