পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভাসানচর গ্রামের দিনমজুর রাসেলের ছেলে বায়জিদ (৬) ও তার মেয়ে মারিয়া (৪)।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শিশুদের মা যখন কাজে ব্যস্ত ছিল তখন দুই শিশু পুকুরের পানিতে নামে। এদিকে কাজ শেষে শিশুদের মা সন্তানদের ডেকে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় পুকুরে খোঁজ করলে পানিতে ভাই ও বোনের দেহ ভাসতে দেখেন তিনি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কোনো ধরনের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে শিশু দুটিকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।