প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৪, ২০:১৯
শেয়ার :
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান অলি আহমদ

বিএনপি চেয়ারপারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। আজ শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঈদের দিন গুলশানের ভাড়াবাসা ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন অলি আহমদ। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা গুণে গুণান্বিত। তিনি সর্বজনীন গণতন্ত্রের রূপকার। এই নেত্রীকে বিনা দোষে জেল দেওয়া হয়েছে। তিনি এখন মানববেতর জীবনযাপন করছেন। অন্যের সাহায্য ছাড়া তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। হাঁটাচলা করতে হলে অন্যের সাহায্য নিতে হয়। আমি শতভাগ গ্যারিন্টি দিয়ে বলতে পারি, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাতে করে রাজনীতি করার মতো অবস্থায় তিনি আর নেই।’   

খালেদা জিয়ার লিভার সিরোসিস প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, ‘ঈদের দিন তার (খালেদা জিয়া) বাসায় গিয়েছিলাম, তাকে আমি জিজ্ঞাস করেছিলাম আপনার লিভার সিরোসিস কীভাবে হলো? তিনি বললেন, ‘‘আমাকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা (কারাগার থেকে) হয়, সেখান থেকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আমার লিভার সিরোসিস হয়েছে।’’ তার এখন লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। এ জন্য তাকে বিদেশে উন্নত কোনো সেন্টারে (হাসপাতালে) নিতে হবে।’  

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই, খালেদা জিয়ার যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয়। তিনি যেনতেন মানুষ না; তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তিনি তিনবারের প্রধানমন্ত্রী।’

সরকার ও প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে এই সরকার অন্যায় করছে। এ জন্য প্রধানমন্ত্রী আপনি আল্লাহর কাছে কী জবাব দেবেন? আমি একজন বীর বিক্রম; আমি খালেদা জিয়ার মুক্তি চাই। তাই প্রধানমন্ত্রী আপনার কাছে আমার অনুরোধ- খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীকে বলব, আপনি নির্দয় হবেন না’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।