ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামের এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলীর ছেলে। তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘুন্টি বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৫৬ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, ‘আব্দুর রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। ঘুন্টি এলাকায় বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক রেলের স্টাফ। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।